আমরা কি জানি ?
বুয়েট সেপ্টেম্বর ২০০২ এর ঘটনা … ?
দেখুন এবং জানুন…
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের আন্দোলনের উপর পুলিশ আর সন্ত্রাসীরা যৌথভাবে হামলা করলো গত ৮ ই সেপ্টেম্বর (২০০২)। ছাত্ররা বলেছিল তারা তাদের বোন সনি হত্যার বিচার চায়। তারা বলেছিল- বোন হত্যার বিচার চাওয়ার অপরাধে কোন ছাত্রকে বহিস্কার করা যাবে না। তারা বলেছিল ৬১’র কুখ্যাত অধ্যাদেশ বাতিল করতে হবে।
আন্দোলনের এক পর্যায়ে আমরণ অনশনে বসে ছাত্ররা। হাজার হাজার ছাত্র যুক্ত হয় আন্দোলনে। অনশনের মাঝেই আন্দোলনরত ছাত্ররাই অপটু হাতে ভিডিও ক্যামেরায় তুলে রেখেছিল আন্দোলনের রোজনামচা। তাদের ধারণকৃত দৃশ্যগুলো নিয়েই তৈরি হয়েছে এই ছবিটি।
——————————————————————
http://www.sachalayatan.com/swopnohara/32844
——————————————————————